![The meeting was held in the Islampur government's development activities ইসলামপুরে সরকারে উন্নয়ন কর্মকান্ড নিয়ে উঠান বৈঠক](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihlFjciXa_IQHuqRAjaHZqdcecqCeAo8DOV-PX3GWSpeKI0RrkhzfMF_pQAlY5QlStDE_Ovz57qsR4G3GaMqOdr2fv5AIF82ZJS1FMrsllEc1ruREaiqESvF_Muj_8rx5ummBVvjPdmLQ/s1600-rw/44444.jpg)
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর ॥ জামালপুরের ইসলামপুরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তৃনমূল পর্যায়ে প্রচারের লক্ষে উঠান বৈঠক করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি ফরিদুল হক খান দুলাল। শনিবার উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে রামভদ্রা গ্রাম ও সোনামুখি গ্রামে এই উঠান বৈঠক করেন। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী দিনে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এখন থেকে সকলকে কাজ করে যাওয়ার আহবান জানান।
এতে উপজেলা , পৌর শহর,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।