আশরাফুল ইসলাম রনি,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বস্তাবন্দি ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯নং ব্রীজের নিচে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে ৯নং ব্রীজের নিচে ভাসমান অবস্থায় বস্তা বন্দি এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, তাকে হত্যার পর বস্তা বন্দি করে লাশ চলনবিলের নদীতে ফেলে রাখা হয়। লাশটি অন্য কোন জেলারও হতে পারে। ভাসতে ভাসতে ৯নং ব্রীজ এলাকায় এসে আটকে পরে। ময়না তদন্তের জন্য নিহতের মৃত দেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম রনি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।