টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ ও কাব্যগন্থের মোড়ক উন্মোচন

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা ও কাব্যগন্থের মোড়ক উন্মোচন

আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলে ২৯২তম স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা ও জাকিয়া পারভিনের দু’টি কাব্যগ্রন্থ’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে কবি শাহাজান সিদ্দিকী’র স্মৃতির প্রতি উৎসর্গীকৃত টাঙ্গাইল সাহিত্য সংসদের আয়োজনে এম এ রাজ্জাক স্মৃতি পরিষদের সৌজন্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক মনি হায়দায়। ৯০ দশকের অন্যতম কবি আদিত্য নজরুল এর সভাপতিত্বে প্রতিযোগিতায় জেলার ৩০ জন কবি কবিতা পাঠ করেন। আলোচনা সভায় শেষে কালিহাতী উপজেলার সাবেক শিক্ষা কর্মকর্তা জাকিয়া পারভীনের দু’টি কাব্যগ্রন্থ ‘জেগে ওঠো কবি’ ও ‘রোদেলা দুপুর’ এর মোড়ক উন্মোচন করা হয়।

প্রতিযোগিতা শেষে ২৯১ তম অনুষ্ঠানের শ্রেষ্ঠ তিন কবি ড. আহসান হাবীব মনসুর পুরস্কার, এডভোকেট আবদুর রশিদ প্রদত্ত ডা. আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার ও এডভোকেট জাফর আহমেদ প্রদত্ত মজলুমের কণ্ঠ পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কবিদের মধ্য থেকে শ্রেষ্ঠ আবৃত্তিকারকে স্থপতি আখতার হামিদ মাসুদ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত জাহান মিনা, হুমায়ুন কবির, অপূর্ব কৃষ্ণ দে, আল রুহী, টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আল মাহমুদ খান তালহা।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top