আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলে চোরাই মটর সাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তি মো. নওশের আলী (৪৫) মধুপুর উপজেলার ব্রাক্ষ্মনবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মৃত রাইজ উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে (ঢাকা মেট্রো ল ২৩-১১৪৭)নং রেজিষ্ট্রেশনকৃত এশটি ডিসকভার মটর সাইকেল উদ্ধার করা হয়। শনিবার দুপুরে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ১৬ নভেম্বর বিকেলে মধুপুর মির্জাবাড়ী ইউনিয়নের হিরন বাজার এলাকা থেকে ডিবি উত্তরের উপ-পরিদর্শক (এসআই) আ. আলিম খান, গোলাম কিবরীয়া, আ. মজিদ ও সহকারী উপ-পরিদর্শক ( এমসআই) ফরহাদ হোসেন এবং ফরিদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে শুক্রবার বিকেলে এসআই আ. আলিম বাদি হয়ে মধুপুর থানায় ৪১৩ ধারায় মামলা দায়ের করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ১৬ নভেম্বর বিকেলে মধুপুর মির্জাবাড়ী ইউনিয়নের হিরন বাজার এলাকা থেকে ডিবি উত্তরের উপ-পরিদর্শক (এসআই) আ. আলিম খান, গোলাম কিবরীয়া, আ. মজিদ ও সহকারী উপ-পরিদর্শক ( এমসআই) ফরহাদ হোসেন এবং ফরিদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে শুক্রবার বিকেলে এসআই আ. আলিম বাদি হয়ে মধুপুর থানায় ৪১৩ ধারায় মামলা দায়ের করেন।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।