![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDnCQosN4p0UeOpeNrw9p5YXnc9CHkOy63qw0wH_AMqheYA80UHrr9uPf0oR-QuJIJURz4SysZpSzbAPTbhHmgp_v8zCJRn7p2q-xkLiFxSofigbiyY2i3S2fpoXYYMeB3hL5bldNygE0/s1600-rw/Tangail-Mobail-cort-pic-3.jpg)
আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলে সদর দেওলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী টাঙ্গাইল জেলা প্রশাসন ও টাঙ্গাইল তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন রেজা মো. গোলাম মাসুম প্রধান ও সুচি রানী সাহা।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ওই এলাকার চারটি স্থানে বাসাবাড়িতে প্রায় ৪৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সঞ্চালনের অবৈধ মালামাল জব্দ করা হয়। তিনি বলেন, এভাবে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
এ অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস টাঙ্গাইল শাখার সহকারী ব্যবস্থাপক তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ওই এলাকার চারটি স্থানে বাসাবাড়িতে প্রায় ৪৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সঞ্চালনের অবৈধ মালামাল জব্দ করা হয়। তিনি বলেন, এভাবে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
এ অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস টাঙ্গাইল শাখার সহকারী ব্যবস্থাপক তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।