![Tangail 2 seats for implementation of roadmap for development উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন টাঙ্গাইল ২ আসনে](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQMqpnb5HvETj_rLNYR67FpJRFTQwai0fhdjDwp8ub4_cr5NFuPS0pyI1bhHioVe5fjW2XxUy2MzHQtSYEJpOxsUnhu4TMjtZI3c9zWeJhpPMZh8nDSSEE5_8mjR2KigZO7oMr_xWDC0s/s1600-rw/75555.jpg)
সেবা ডেস্ক: টাঙ্গাইল-২ আসনটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা ও ভূঞাপুর উপজেনিয়ে গঠিত। এই ২টি উপজেলাকে নিয়ে উন্নয়নের রোডম্যাপ করা হয়েছিল। এবং এই উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন করা হয়ে গেছে। রোডম্যাপের মধ্যে ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ছিল অন্যতম। রোডম্যাপের প্রথম ধাপ ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়ে গেছে। শতভাগ বিদ্যুতায়নের ফলে এলাকার মানুষের মনে স্বস্তি এসেছে।
গোপালপুরে ৫ জন শহীদের নামে তোরণ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের সংসদ সদস্য কথা দিয়েছিলেন শহীদদের প্রতি সম্মান জানিয়ে তোরণ নির্মাণ করা হবে এবং তার বাস্তবায়ন করা হয়েছে। গোপালপুর উপজেলার স্থানীয় কয়েকজন ভোটারের সাথে কথা বলে হলে উনারা জানান, উন্নয়নের রোডম্যাপ যখনই করা হয় তখন থেকেই এলাকাবাসী বাস্তবায়নের অপেক্ষায় ছিল। দীপু খন্দকার বলেন, শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ার ফলে এম,পি মহোদয়কে পুরো উপজেলার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে, গোপালপুর ফায়ার স্টেশন নির্মাণ করা হয়েছে। ফায়ার স্টেশন নির্মাণ ছিল অনেকদিনের চাওয়া। গোপালপুর ফায়ার স্টেশন নির্মাণ বাস্তবায়নের ফলে বড় দূর্ঘটনা হলেও সাথে সাথে নিয়ন্ত্রণ করা সম্ভব। গোপালপুর উপজেলার শিক্ষা অফিসার জানান, শিক্ষার মান এগিয়ে যাবে।
গোপালপুর উপজেলা ও ভূঞাপুর উপজেলায় উচ্চ গতির ইন্টারনেট কানেক্টিভিটি প্রদান সম্পন্ন। বর্তমানে পাবলিক পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে অনেক কিছুই অনলাইন করা হয়েছে। এর ফলে উচ্চ গতির ইন্টারনেট কানেক্টিভিটি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভূঞাপুর উপজেলায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হতে শুরু করেছে।
টাঙ্গাইল ২ আসনের এই উন্নয়ন ধারা বজায় থাকবে বলে আশা করছেন এলাকার ভোটারেরা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।