![Tangail 1 seat ahead of progress উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে টাঙ্গাইল ১ আসন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKDhulzrhj70kAdhxMOolrua8kTh4tiHiJCRNlcL1odPC0-v7k86OZ_3eWQU2bqxdinenGWH3g-nBF6-5K9eMycf29UUQkOW7PpZihhV9eHUf1fB44skky9ADLbszznFO1xbKauoUd-oE/s1600-rw/tangail.jpg)
সেবা ডেস্ক: পুরো দেশ জুড়ে বইছে উন্নয়নের হাওয়া। এর বাইরে নেই টাঙ্গাইল ১ নির্বাচনী আসনও। টাঙ্গাইল ১ আসনটি মধুপুর উপজেলা ও ধনবাড়ি উপজেলা নিয়ে গঠিত। এই ২টি উপজেলার মানুষের মনে স্বস্তি নিয়ে এসেছে বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্প। ধনবাড়ী উপজেলায় প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। এই উপজেলায় প্রশাসনিক ভবন নির্মাণের দাবী ছিল অনেকদিনের। সেই দাবী বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া উক্ত উপজেলায়
স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের ফলে এখন খুব সহজেই চিকিৎসা সেবা নিতে পারবে এই এলাকার মানুষেরা। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো এই উপজেলার মানুষ। একটু ভালো চিকিৎসার জন্য মানুষকে শহরে ছুটে আসতে হতো। এখন নিজ শহরেই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ হওয়ায় চিকিৎসা সেবায় আর বিঘ্ন ঘটবে না। এই ব্যাপারে স্থানীয় একজন ভোটার মোহাম্মদ রফিক মিয়া জানান, তাদের এলাকা উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকলেও এই সরকারের আমলে তাদের উন্নয়ন অনেকটাই বেড়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ছিল তাদের প্রাণের দাবী। এ দাবী বাস্তবায়নের ফলে তার মত অনেকেই অনেক খুশি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এর বাইরে ধনবাড়ী উপজেলায় আধুনিক থানা ভবন নির্মাণ করা হয়েছে। ধনবাড়ী উপজেলার মানুষ এতে করে সরকারের এম,পিকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। এর আগে ৫০ শয্যা বিশিষ্ট ছিল। উপজেলার মানুষের প্রাণ ফিরে এসেছে বলেও জানান অনেকে। উন্নয়নের অগ্রযাত্রায় পুরো দেশের সাথে এগিয়ে যাচ্ছে টাঙ্গাইল ১ আসনও। এই ২টি উপজেলার মানুষেরা উন্নয়নের অংশীদার হতে পেরে ব্যাপক খুশি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের ফলে এখন খুব সহজেই চিকিৎসা সেবা নিতে পারবে এই এলাকার মানুষেরা। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো এই উপজেলার মানুষ। একটু ভালো চিকিৎসার জন্য মানুষকে শহরে ছুটে আসতে হতো। এখন নিজ শহরেই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ হওয়ায় চিকিৎসা সেবায় আর বিঘ্ন ঘটবে না। এই ব্যাপারে স্থানীয় একজন ভোটার মোহাম্মদ রফিক মিয়া জানান, তাদের এলাকা উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকলেও এই সরকারের আমলে তাদের উন্নয়ন অনেকটাই বেড়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ছিল তাদের প্রাণের দাবী। এ দাবী বাস্তবায়নের ফলে তার মত অনেকেই অনেক খুশি এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এর বাইরে ধনবাড়ী উপজেলায় আধুনিক থানা ভবন নির্মাণ করা হয়েছে। ধনবাড়ী উপজেলার মানুষ এতে করে সরকারের এম,পিকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। এর আগে ৫০ শয্যা বিশিষ্ট ছিল। উপজেলার মানুষের প্রাণ ফিরে এসেছে বলেও জানান অনেকে। উন্নয়নের অগ্রযাত্রায় পুরো দেশের সাথে এগিয়ে যাচ্ছে টাঙ্গাইল ১ আসনও। এই ২টি উপজেলার মানুষেরা উন্নয়নের অংশীদার হতে পেরে ব্যাপক খুশি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।