![Success of Jamalpur cultivation of tomato টমেটো চাষে জামালপুরে সাফল্য](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAUTHFRy0rgr8FlISD63Tuu8L2fVSe4RQR6msGiLPIhRUJQ1mziU8E4kMJetfpQh2g6MuSQw9cFccJxLjHTecwSTRdfRywTc53iEWsZsZzp0RwH6ywAIgondm64ENo4WL7iymEjwLq4iY/s1600-rw/Tometo-jamalpur.jpg)
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের গ্রামগুলোয় টমেটোর ভালো ফলন হয়েছে। বাজারে এর দামও ভালো পাওয়া যাবে বলে মনে করছে কৃষকরা। টমেটো চাষ করে পাঁচটি ইউনিয়নের প্রায় ছয় হাজার কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ইউনিয়নগুলো হলো তুলসীরচর, রানাগাছা, লক্ষ্মীরচর, শরিফপুর ও নরুন্দি।
কয়েকজন চাষি বলেন, পূর্বাঞ্চলের গ্রামের লোকজন টমেটো চাষকে তাঁদের অন্যতম পেশা হিসেবে বেছে নিয়েছেন। এতে সফলতা পাওয়ায় প্রতিবছর গ্রামের পর গ্রামে এর চাষ বাড়ছে। টমেটোর বাজারখ্যাত নান্দিনা বাজার থেকে প্রতিদিন পাঁচ হাজার মণ টমেটো ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো যাবে বলে আশা করা হচ্ছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
কয়েকজন চাষি বলেন, পূর্বাঞ্চলের গ্রামের লোকজন টমেটো চাষকে তাঁদের অন্যতম পেশা হিসেবে বেছে নিয়েছেন। এতে সফলতা পাওয়ায় প্রতিবছর গ্রামের পর গ্রামে এর চাষ বাড়ছে। টমেটোর বাজারখ্যাত নান্দিনা বাজার থেকে প্রতিদিন পাঁচ হাজার মণ টমেটো ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো যাবে বলে আশা করা হচ্ছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।