সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেডিসি) পরীক্ষায় নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কে.আর.আই ফাজিল মাদরাসা কেন্দ্রে ।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর ওই পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলছিল । পরীক্ষা চলাকালীন সময়ে সুমি আক্তার শৃঙ্খলা ভঙ্গ করে নকল করতে গিয়ে ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে বহিস্কার করা হয়। বহিস্কৃত সুমি আক্তার রৌশনারা দাখিল মাদরাসার ছাত্রী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।