![Sonali Bank's agricultural loan distribution in clearance process in Bhuapurapura ভূঞাপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় সোনালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAhOFQWCC0NEpRFcBHQ2Ptc6WBxcn8OE2cFpYaDXV50pVle5jfPTo0qc38w2mrUwefXXtEiVQyvC1Ktbqn4pLu8Sg2j8CAAxev7npGixAhMS_7BH4MhO2gEA8d9QXgMfbmaC07LyBeJAM/s1600-rw/krishi-rin.jpg)
অভিজিৎ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক ফলদা শাখা। বৃহস্পতিবার উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক ফলদা শাখার ব্যবস্থাপক মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহের যুগ্ম পরিচালক ছাইদুল ইসলাম। বক্তব্য রাখেন ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, টাঙ্গাইল সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জাহেদ আলী, আজহার আলী প্রমুখ। পরে প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।