বিদ্যালয় মাঠটি শুধু খেলাধুলা নয়, বন্যার সময় আশ্রয়নের কাজে লাগে

S M Ashraful Azom
0
School playground is not just sport, but during floods

সেবা ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমোট ইউনিয়নে অবস্থিত রুকনাই উচ্চ বিদ্যালয়। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। খুব শুনামের সহিত পাঠদান দিয়ে আসছে বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা মহোদয় গন। যার ফলস্রুতিতে এ বছর ৬শ৫০ জনের উপরে ছাত্রছাত্রী এ বিদ্যালয়ে অধ্যায়নরত আছে। বিদ্যালয়টিতে রয়েছে বিশাল মাঠ যেখানে ছাত্র ছাত্রীরা খেলাধুলার সময়ে তারা খেলাধুলা করে থাকে। এই বিদ্যালয়ের এক মাত্র বিনোদনের জায়গা এই মাঠ। কিন্তু মাঠের মাঝখানে নিচু থাকায় ছাত্রছাত্রীদের খেলাধূলা ও বিনোদনের সমস্যা হয়ে পডেছে।

গত ১৭ নভেম্বর শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বিশাল মাঠ রয়েছে বটে, কিন্তু মাঠের মাঝখানে নিচু থাকায় বৃষ্টির পানি জমে থাকে। যার দরুন ছাত্রছাত্রীরা এ মাঠে খেলাধূলা করতে পারেনা। বিদ্যালয়ের দ্বশম শ্রেনীর ছাত্রছাত্রীরা জানায় বর্ষা মৌসুমে তো আমরা মাঠটিতে খেলাধূলাই করতে পারিনা। এখন শীতের সময় তাও সেতসেতে হয়ে আছে। 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সেলিম বলেন, বর্ষার মৌসুমে পানি জমার কারনে এখনও পর্যন্ত ঐ মাঠখানি সেতঁসেতেঁ রয়েছে। মাঠটি শুধু স্কুলের ছাত্রছাত্রীর খেলাধুলা ও বিনোদনের জন্য নয়, বন্যার সময় এই নিচু এলাকার লোকজনের আশ্রয়ন হিসাবে কাজে লাগে। তাই উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top