টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অগ্নি সন্ত্রাস ও নির্বাচন বানচাল ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলে সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সংগঠনিক সম্পাদক রতন মিয়া, মনির আনসারী, ছাত্রলীগ নেতা অনিক আনসারী, জোবায়ের আহমেদ, সবুজ হোসাইন, তমাল, প্রমি, ফারুক হোসেনসহ ছাত্রলীগের অন্যন্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি’র আগুন সন্ত্রাস ও পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।