রণদা প্রসাদ সাহা |
রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনি হাসপাতাল এর একাংশ |
সেই মানুষটি হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর গ্রামের দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অপহৃত হন। পরবর্তীতে তাঁর আর কোন খোঁজ পাওয়া যায় নি।
উত্থান একাদশীর হিসেবমতে ১৫ নভেম্বর বৃহস্পতিবার তার ১২২তম জয়ন্তী। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের কৃতি সন্তান, প্রখ্যাত লোকহিতৈষী দানবীর রণদা প্রসাদ সাহার ১২২তম জয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস কর্তৃপক্ষ পালন করবে। এতে সভাপতিত্ব করবেন রণদার একমাত্র পৌত্র কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
অনুষ্ঠানে দেশের প্রখ্যাত কবি-সাহিত্যিক-শিল্পী-বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন বলে কুমুদিনী পরিবার সূত্র জানিয়েছেন।
এ ছাড়া ১৯ নভেম্বর মির্জাপুর গ্রামবাসী রণদা নাট মন্দিরে রণদার জয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।