![Poisoned himself with his sister and brother proud সহোদর বোনের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNEpk5F6V6eTm-0ufa0-8kJLK5EjtR_aFqdK8v04aLnRNmDeCtkK1O8pUctIqlFt08Heqsjn6dlVVE9APBJnvvjxg2dsg-cMtmSDh96MgH8N_gZH68Np9IYGF8sB5jsTiKTXKaE5PnmTw/s1600-rw/IMG_20181114_165958.jpg)
বাঁশখালী প্রতিনিধি: সহোদর বোনের সাথে অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় এক কিশোরী অাত্মহত্যা করেছে। নিহত কিশোরীর নাম জান্নাতুল ফেরদৌস (১৪)।
বুধবার (১৪ নভেম্বর) সকাল ৭ টায় বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ী এলাকায় ওই অাত্মহত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ী এলাকার কৃষক হারুনুর রশিদ ও মোরশেদা বেগমের ২ কন্যার বড়কন্যা জন্নাতুল ফেরদৌস ছোট বোনের সাথে দোকান থেকে রুটি অানা নিয়ে তর্কে জড়ানোর এক পর্যায়ে রাগ ও অভিমানে ঘরে রাখা কীটনাশক পান করলে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক এবং পরে জরুরী ভিত্তিতে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অানা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুবুরিয়া শারমিন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানায় যোগাযোগ করা হলে জানান, কিশোরীর অাত্মহত্যার জন্য অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
⇘সংবাদদাতা: বাঁশখালী প্রতিনিধি
বুধবার (১৪ নভেম্বর) সকাল ৭ টায় বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ী এলাকায় ওই অাত্মহত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ী এলাকার কৃষক হারুনুর রশিদ ও মোরশেদা বেগমের ২ কন্যার বড়কন্যা জন্নাতুল ফেরদৌস ছোট বোনের সাথে দোকান থেকে রুটি অানা নিয়ে তর্কে জড়ানোর এক পর্যায়ে রাগ ও অভিমানে ঘরে রাখা কীটনাশক পান করলে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক এবং পরে জরুরী ভিত্তিতে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অানা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুবুরিয়া শারমিন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানায় যোগাযোগ করা হলে জানান, কিশোরীর অাত্মহত্যার জন্য অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
⇘সংবাদদাতা: বাঁশখালী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।