![লেখক সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর Poet and journalist Zakaria Jahangir received author's honor](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDrJSHhgJGb1Lzh93cKKeGT_Kc7CRijuM33od_xyQlBGlSzvMUpzooecp0oAGZ3vAfKEEd2Z1BOGxi4m86FhAx1nL0nLKHdK-_Hl3HqbKQZ7KxQKCVScozD2TnJvqgzkOwKew2LLliVNs/s1600-rw/Jakaria-Jahangir.jpg)
সেবা ডেস্ক: বাংলাদেশ কবি সভার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য উৎসবে বাবুই প্রকাশনা লেখক সম্মাননা পেলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাংবাদিক, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত প্রাবন্ধিক ও তরুণ কবি জাকারিয়া জাহাঙ্গীর। ১৬ নভেম্বর (শুক্রবার) রাজধানী পল্টনে ট্রপিখানা টাওয়ারে (ফেনী মিলনায়তন) তিনি এ সম্মাননা পান।
বাংলাদেশ কবি পরিষদের সাধারন সম্পাদক রানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। বক্তব্য রাখেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন, ছড়াকার আসলাম সানী, ছড়াকার জগলুল হায়দার, লেখক সংগঠক সৈয়দ মাজহারুল পারভেজ, বাংলাদেশ কবি পরিষদের সভাপতি কথা সাহিত্যিক মোরশেদ আলম হৃদয় কবি প্রমুখ।
উল্লেখ্য, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর ইতোপূর্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রবন্ধ রচনায় দেশের শ্রেষ্ট পুরস্কার অর্জন করেন। বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত চলতি বছরের একুশে বইমেলায় তাঁর একক কাব্যগ্রন্থ ‘মেহেদি পাতার রঙ’ পাঠকপ্রিয়তা অর্জন করে। তিনি বর্তমানে শীর্ষ একটি জাতীয় দৈনিকে কর্মরত আছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
বাংলাদেশ কবি পরিষদের সাধারন সম্পাদক রানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। বক্তব্য রাখেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন, ছড়াকার আসলাম সানী, ছড়াকার জগলুল হায়দার, লেখক সংগঠক সৈয়দ মাজহারুল পারভেজ, বাংলাদেশ কবি পরিষদের সভাপতি কথা সাহিত্যিক মোরশেদ আলম হৃদয় কবি প্রমুখ।
উল্লেখ্য, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর ইতোপূর্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রবন্ধ রচনায় দেশের শ্রেষ্ট পুরস্কার অর্জন করেন। বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত চলতি বছরের একুশে বইমেলায় তাঁর একক কাব্যগ্রন্থ ‘মেহেদি পাতার রঙ’ পাঠকপ্রিয়তা অর্জন করে। তিনি বর্তমানে শীর্ষ একটি জাতীয় দৈনিকে কর্মরত আছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।