এবার আমেরিকাতে দেবীর আবির্ভাব

S M Ashraful Azom
0
 এবার আমেরিকাতে দেবীর আবির্ভাব
সেবা ডেস্ক: গত ১৯ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ছবি ‘দেবী। অনম বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তির পর পরই চলে আসে আলোচনায়। প্রথমে ‘দেবী’ মুক্তি পেয়েছিল ২৮ সিনেমা হলে। দ্বিতীয় সপ্তাহে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫-এ। তৃতীয় সপ্তাহে দেশের ৫০ সিনেমা হলে চলছে ছবিটি।

দেশে সফলতার পর নতুন সুখবর পাওয়া গেলো ‘দেবী’র। ছবিটি গত ৩ নভেম্বর আমেরিকার সানফ্রান্সিসকো শহরে প্রদর্শিত হয়। এবার  নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স হলে আগামী ৯ নভেম্বর প্রদর্শিত হবে বলে জানালো আমেরিকায় ‘দেবী’ ছবির পরিবেশক বায়স্কোপ ফিল্মস। ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৯ টায় এবং পরের দুই দিন শনিবার ও রবিবার বিকেল ৪টায় একই হলে সিনেমাটি দেখানো হবে।

এ প্রসঙ্গে বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ  তথ্য জানিয়ে বলেন, ‘সান ফ্রান্সিসকো প্রদর্শিত হওয়া পর  এবার নিউইয়র্কের প্রদর্শিত হচ্ছে ছবিটি। এখানে ছবিটি নিয়ে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এছাড়াও নিয়র্কের পর আমেরিকার ২০টি প্রদেশে দেবী প্রদর্শিত হবে। বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড হবে। এর আগে কখনো আমেরিকার ২০টি প্রদেশে কোনো বাংলা সিনেমা প্রদর্শিত হয়নি ’

‘দেবী’ ছবিতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সরকারী অনুদানের পাশাপাশি ছবিটির কো-প্রযোজক হিসেবে আছেন জয়া আহসান নিজেই। এ ছবির মাধ্যমে প্রথম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হলো জয়ার। এছাড়া ছবিতে মিসির আলীর ভুমিকায়আছেন চঞ্চল চৌধুরী। ছবির অন্যান্য অভিনেতারা হলেন অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top