ব্রহ্মপুত্র নদে নৌ-এম্বুলেন্সের দাবি

S M Ashraful Azom
0
ব্রহ্মপুত্র নদে নৌ-এম্বুলেন্সের দাবি

রাজীবপুর প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার মূল ভুখন্ড হতে বিশাল ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজীবপুর উপজেলার জরুরী রোগী আনা নেয়ার জন্য ব্রহ্মপুত্র নদে নৌ-এম্বুলেন্স সরবরাহের দাবি জানানো হয়েছে। আজ বৃহষ্পতিবার রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে ওই দাবি সংবলিত স্বারকলিপি দেন রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে।

নৌ এম্বুলেন্স ছাড়াও ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীভাড়া কমানো, প্রতিটি যাত্রীবাহি নৌকায় ৬০ জনের বেশি যাত্রী বহন না করা এবং প্রতিটি নৌঘাটে শৌচাগার ও নৌকায় ওঠানামার জন্য ঝুঁকিহীন সিড়ি ব্যবহারের দাবি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি জমাদানের সময় উপস্থিত ছিলেন গণকমিটির আহবায়ক খ ম শামসুল আলম, শাহ্ মোমেন প্রমুখ।

⇘সংবাদদাতা: রাজীবপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top