মো: শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে বঙ্গমাতার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের খবরে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে। বৃহস্পতিবার শিক্ষার্থীরা বকুলতলা মোড় থেকে এক আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন-তৃতীয় বর্ষের ছাত্র ও আন্দোলন কমিটির সমন্বয়ক জাহিদ হাসান অনিক, যুগ্ম সমন্বয়ক ও দ্বিতীয় বর্ষের ছাত্র ফকির এহসানুল ইরফান, স্বাধীন সরকার, নিশাত তাফসির মিশেল, গোলাম জিলানী প্রমুখ। উল্লেখ্য, মেলান্দহের ফিশারীজ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পর ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিল। এর আগে দীর্ঘদিন যাবৎ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতের দাবিতে মিছিল-মিটিং-সভা-সমাবেশ করে আসছিল।
১৯৯৬ সালে আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা মেলান্দহের ফিশারীজ কলেজের জনসভায় ঘোষণা করেছিলেন, আ’লীগ ক্ষমতায় গেলে কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। সেই ঘোষণার ফসল হিসেবে কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দেন। শিক্ষার্থীরা শেখ হাসিনা এবং কলেজ প্রতিষ্ঠাতা পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপিকে অভিনন্দন জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজি ও মাইনিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ফিশারীজ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বড়ির সদস্য প্রবীণ আ’লীগ নেতা আলহাজ এর আগে মেলান্দহের কাঙ্গালকুর্শা গ্রামের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ও আইন বিভাগের চেয়ারম্যান ড. প্রফেসর আনিসুর রহমান, দুরমুঠের বাসিন্দা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম মোস্তফা এবং ত্রিশাল কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রফিকুল ইসলামকে ভিসি নিয়োগ দেয়ার কথা থাকলেও ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদকে ভিসি হিসেবে নিয়োগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।