বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৫ বছরের লাবনী আক্তার নামে এক কিশোরী। ১৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন বাল্যবিবাহটি বন্ধ করে দেন।
জানা গেছে, রংপুর জেলার কাউনিয়া উপজেলার মনোগ্রাম গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আনিছুর রহমানের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের আমিনুল হকের মেয়ে লাবনী আক্তারের বিবাহের দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের রেজিস্ট্র করার কথা ছিল।
এরই মধ্যে খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন ও সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী দুপুরেই বিয়ে বাড়িতে হাজির হয়। তারা বিয়ের আয়োজন দেখে মেয়ের বাবা আমিনুল হকের সঙ্গে কথা বলেন এবং বিয়েটি বন্ধ করে দেন।
এ সময় আমিনুল হক ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে না দিতে মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট অঙ্গীকার নামায় সাক্ষর করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।