![JSC candidate fired for imitation of Bakshiganj বকশীগঞ্জে নকলের দায়ে জেএসসি পরীক্ষার্থী বহিস্কার](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQpUtUAphUK1i3qQ_sjDggjVbbaNezjWfr9D76eKsxKUhLN71Dmw9C1il2TAGgAOf93UKkGr6sLh1PITnfI4EildATOzc_FUeVmUSWn6CAlerFkT9ybacFfTNS7bEAKV8ztxVbyNcgIMk/s1600-rw/bkg-student.jpg)
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বুধবার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওই বহিস্কারের ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থীর নাম মো. নুর আলম। সে ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।
জানা গেছে, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় (নকল) অবলম্বনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে মো. নুর আলমকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম নকল মুক্ত পরিবেশ সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
বুধবার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওই বহিস্কারের ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থীর নাম মো. নুর আলম। সে ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।
জানা গেছে, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় (নকল) অবলম্বনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে মো. নুর আলমকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম নকল মুক্ত পরিবেশ সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।