সরিষাবাড়ীতে সর্ব কনিষ্ট প্রার্থী জাতীয় পার্টির মোখলেছুর রহমান

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে সর্ব কনিষ্ট প্রার্থী জাতীয় পার্টির মোখলেছুর রহমান
জাকারিয়া জাহাঙ্গির: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সব দল মিলে প্রায় দুই ডজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ক্রয়কৃত সর্বকনিষ্ট প্রার্থী মোখলেছুর রহমান বস্তু। 
কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান বস্তু জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় কেন্দ্রে লবিং করছেন মনোনয়নের আশায়। ইতিপুর্বেও তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়েছিলেন। 
দলের সিদ্ধান্ত মোতাবেক তিনি তা প্রত্যাহার করে নেন। এবারও তিনি জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে জাতীয় পার্টির মনোনয়ন কিনে সরিষাবাড়ী বাসীর কাছে দোয়া চাইছেন।

জানা গেছে, সাংগঠনিকভাবে নাজুক অবস্থায় জাতীয় পার্টি। যদিও বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে জোটগত কারণে এ আসনে জাতীয় পার্টিকে ছাড় দেয় আওয়ামী লীগ। উপজেলা জাতীয় পার্টির তৎকালীন আহ্বায়ক মামুনুর রশিদ জোয়ার্দার তখন এমপি হন। তিনি এমপি হওয়ার পর এলাকায় যাতায়াত না থাকায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। 
এমপির ছোটভাই কথিত ‘প্রতিনিধি’ এনামুল হক জোয়ার্দার ছায়া এমপির দায়িত্ব পালন করছেন। এমপি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে সরকারি বরাদ্দের সিংহভাগ হরিলুটের অভিযোগ ও নেতাকর্মীদের মূল্যায়ন না থাকায় দলটি বিব্রতকর অবস্থায় পড়ে। 
দলকে উত্তরণ ও পুণরায় আসনটি জাতীয় পার্টির ধরে রাখতে মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করে যাচ্ছেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বস্তু। জাতীয় ছাত্র সমাজ থেকে সারাদেশে একমাত্র প্রার্থী হিসেবে মোখলেছুর রহমান বস্তুকে দলের কাছে প্রার্থীতা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

মনোনয়ন প্রসঙ্গে মোখলেছুর রহমান বস্তু বলেন, ‘জাতীয় পার্টির মনোনয়ন পেতে চেষ্টা করছি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বেকারমুক্ত স্বনির্ভর দেশ গড়তে মেধা ও তারুণ্যনির্ভর নেতৃত্ব প্রয়োজন। সে লক্ষ্যে সর্বস্তরের মানুষের পাশে আছি, সাথে আছি।’
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top