![Jamalpur Rover Group Tour জামালপুরে রোভার গ্রুপের পরিভ্রমন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJXWJ2qqbkzlDDTCY-Y_Vao6y5pshveiYX6P8U3p2PCfTbX4JputLc9QJ9gpkqY0W60cL6QKFygs_vdNagVZncycGGAU462ZV6zsw6w2TiG8VMH_tFBIVf_EAIv7y57hzrMRVrAUAE88/s1600-rw/scouts.jpg)
মো: শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরে শতবর্ষে রোভারিং সুনাগরিক প্রতিদিনের প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত রোভার গ্রুপের পরিভ্রমণের শুভ উদ্ধোধন রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আহমেদ কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মির্জা আজম কলেজের অধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের জনগংযোগ ও যোগাযোগ-মার্কেটিং উপকমিশনার আনোয়ার হোসেন জেলা রোভারের সাদারণ সম্পাদক কমল কান্তি গোপ, অরুণোদয় মুক্ত রোভার গ্রুপের সভাপতি আসানুর রহমান তুহিন, লিডার সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদুল হাসান কালাম ও অরুণোদয় মুক্ত রোভারের গার্লস গ্রুপের সভাপতি মাহবুব আলম প্রমুখ।
এবারের পরিভ্রমন হবে জামালপুর থেকে ঝিনাইগাতি, গজনী, কামালপুর বর্ডার, রাজিবপুর, সানন্দবাড়ি ও ইসলামপুর। পরিভ্রমন দলটি ২২ নভেম্বর গন্তব্যে পৌছবে বলে আশা করা যাচ্ছে।
⇘সংবাদদাতা: মো: শাহ্ জামাল
⇘সংবাদদাতা: মো: শাহ্ জামাল
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।