![Jamalpur Islampur got light of more 76 villages জামালপুরের ইসলামপুরে বিদ্যুতের আলো পেল আরও ৭৬টি গ্রাম](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg66B8Y_GJ798MSdX5vZSG4Hkq-3SQbPNEqRudg0oarnsELMNUMUb2o3zg5dLYk2m4k-fqjOrmSo3uWKhBwPp3O8OzgwhmqBHRnZSQvDbrUCHIm-3z34uJSNIUZwZuJ4BIyqbXKmvL9sk/s1600-rw/islampur-electricity.jpg)
আব্দুল লতিফ লায়ন ॥ শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ এই আলোকে জামালপুরের ইসলামপুর পাথর্শী ইউনিয়নের শশারিয়া বাড়ী গ্রাম। এতে ৭৬টি পরিবারের মধ্যে বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে।
জানাগেছে. সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল আনুষ্ঠানে সুইচ টিপে নতুন বিদ্যাৎ সঞ্চালনা লাইন উদ্বোধন করেন। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ইসলামপুর উপজেলাকে এ বছরেই শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা দেওয়ার কথা রয়েছে।
তারই ধারাবাহিকতায় এ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হলো। সরকারের এই মহতী উদ্যোগের পাশাপাশি উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
জানাগেছে,ইসলামপুর বাসী আলোয় আলোকিত হয়েছে। কৃষক তাদের আবাদী জমি বিদ্যুতের ব্যবহারে ঝামেলা বিহীন ভাবে চাষ করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে প্রতিটি রাস্তা ঘাট হাট বাজার অন্ধকার কেটে গিয়ে আলোয় পরিনত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় উপজেলাবাসীর শতভাগ বিদ্যুতে রুপান্তর হয়েছে।
⇘সংবাদদাতা: আব্দুল লতিফ লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।