ইসলামপুর: শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর গঙ্গাপাড়া এবং পাথর্শী ইউনিয়নের শশারিয়া বাড়ি গ্রামের ১৭৪ টি পরিবারকে পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে।
৩৭ লাখ ৬৬ হাজার টাকা ব্যায়ে নির্মিত প্রায় ৩ কিলোমিটার এই নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
এ উপলক্ষে গতকাল (বুধবার) রাতে স্থানীয় উত্তর গঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার শিফাজ উদ্দিন মল্লিক এবং সংশ্øিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে এমপি শশারিয়াবাড়ি গ্রামেও এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।