টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সরকারের উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন

S M Ashraful Azom
0
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সরকারের উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসন। সারা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার  দিক থেকে কিছুতেই পিছিয়ে নেই এই নির্বাচনী এলাকা। শেখ হাসিনা সরকার অন্য সব নির্বাচনী এলাকার মত টাঙ্গাইল-৩ আসনেও উন্নয়নের রোল মডেল বাস্তবায়ন করেছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাকে প্রথমত মাদক ও সন্ত্রাস মুক্ত করার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার বেশ সফল হয়েছেন। মাদক এবং সন্ত্রাসবাদ অনেকটাই কমে গেছে। উন্নয়নের রোল মডেল বাস্তবায়ন করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়। নারীদের শিক্ষার মান বৃদ্ধিতে নির্মাণ করা হয়েছে মহিলা কলেজ। এছাড়া স্কুল-মাদরাসা  নির্মাণসহ উন্নয়ন হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের।

এই বিষয়ে ঘাটাইল উপজেলার একজন ভোটার আব্দুল লতিফ জানান, শিক্ষা প্রতিষ্ঠান হল মানুষ তৈরির কারখানা। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দিকে নজর রাখতে হয়। বাংলাদেশ সরকার এই দিকটায় সচেতন। এই ব্যাপারটা তাকে স্বস্তি এনে দেয়।

এছাড়া প্রতিরোধ করা হয়েছে বাল্য বিবাহের মত অপরাধ। ঘাটাইল উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে অনেক প্রকল্প। এর বাইরে নির্মাণ করা হয়েছে ঘাটাইল থানা ভবন।

নূরুজ্জামান খান বলেন, আমাদের উপজেলার মানুষ বাংলাদেশ সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত চায়। এবং আমরা জানি এই সরকারের উন্নয়ন প্রকল্প আমাদেরকে উন্নত থেকে উন্নতর করবে। শিক্ষা থেকে শুরু করে সব দিকেই তারা নজর রাখছে।

⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top