বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী’ দ্রুত বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন, ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবচায়ন চাই’ সমন্বয় কমিটির সভাপতি মো. জাকির হোসেন, টাঙ্গাইল ড্রামাটিক ক্লাবের(সিডিসি) সহ-সভাপতি ও বিশিষ্ট নাট্য নির্দেশক ফারুক কোরেশী, টাঙ্গাইল থিয়েটারের সভাপতি মো. সেলিম তরফদার, টাঙ্গাইল শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি বিশিষ্ট গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু, জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ-সভাপতি আব্দুর রহিম কালু, বিশিষ্ট নাট্যকার ও নাট্য নির্দেশক এনামুল হক দীনা, ‘টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী বাস্তবচায়ন চাই’ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি রতন আহমেদ সিদ্দিকী, তালহা আল মাহমুদ প্রমুখ।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।