শিব্বির আহমদ রানা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে শিখা দে (৩২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই গৃহবধু উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকার কান্দাল পাড়া'র রণধী দে'র স্ত্রী বলে জানা যায়।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে প্রধান সড়কের চাম্বলের ছড়ার ব্রীজ সংলগ্ন এলাকা হতে ওই গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেন বাঁশখালী থানা পুলিশ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কৃষক পরিবারের ওই গৃহবধূটি সন্ধ্যায় বাড়ীর জন্য কেরোসিন তেল আনতে বাজারে গেলে আর ফিরে আসেনি। তবে কি কারণে মৃত্যু ঘটেছে তা ময়না তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।
এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।