![held and the prayers were held in the Mahfil কালিহাতীতে সমাপনী পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJjW1DJgIZLghd53pu87-PYSHQrBd7x3OqNsZTgAHr6Mzk3ODZz3Urub-z9sECarqMlbIvLoCF85MJH-wCt9pEUg5rLX48q4On6yA3dhyphenhyphen6VyEn68la0cmWJRyx4qV-ms_bKS6-uOdPjsU/s1600-rw/kalihati-school.jpg)
মনির হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এ.একে.এম ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান ও সাইফুল ইসলাম, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।