![Grasshopper training arrangements for business improvement in Sarishabari সরিষাবাড়ীতে ব্যবসার মানোন্নয়নে মুদি দোকানীদের প্রশিক্ষণের ব্যবস্থা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcG1okP_Q-imyizFj174egD7qPfFzUJ5dwdiovGVRCAIJ4qVN0ebWVRmJS0EStxXMhP2M0YXO-vhBLZ4MlmWGXTcmTl4oVI-YbtfykvugriJueMAPFixDL2uMP0MzEZzfClJNgiQp8EQM/s1600-rw/Sarishabari-Pic-%2528Training%2529-.jpg)
জাকারিয়া জাহাঙ্গির: জামালপুরের সরিষাবাড়ীতে মুদি দোকানীদের ব্যবসার মানোন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ‘ডি নেট’ নামের একটি সংস্থা। মঙ্গল ও বুধবার দুইদিন ব্যাপি ৮০ জন মুদি দোকানী নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে প্রাথমিকভাবে এ প্রশিক্ষণ করানো হয়।
‘ডি নেট’র সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষক কামরুল হাসান শুভ জানান, ‘ক্ষুদ্র ব্যবসায়ী তথা মুদি দোকানীরা স্বল্প পুঁজিতে ব্যবসা করে অনেক সময় ঝুকির মুখে পড়ে। ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসে। তাই কিভাবে তাদের ব্যবসার উন্নয়ন করতে পারে এবং কোন পদ্ধতিতে আধুনিক মানের ব্যবসা পরিচালনা করতে পারে সেই লক্ষ্যেই এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ‘ডি নেট’র প্রোগ্রামার সহকারি নূর আলী, মাঠ গবেষক সাদিয়া ইসলামসহ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।
⇘সংবাদদাতা: জাকারিয়া জাহাঙ্গির
‘ডি নেট’র সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষক কামরুল হাসান শুভ জানান, ‘ক্ষুদ্র ব্যবসায়ী তথা মুদি দোকানীরা স্বল্প পুঁজিতে ব্যবসা করে অনেক সময় ঝুকির মুখে পড়ে। ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসে। তাই কিভাবে তাদের ব্যবসার উন্নয়ন করতে পারে এবং কোন পদ্ধতিতে আধুনিক মানের ব্যবসা পরিচালনা করতে পারে সেই লক্ষ্যেই এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ‘ডি নেট’র প্রোগ্রামার সহকারি নূর আলী, মাঠ গবেষক সাদিয়া ইসলামসহ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।
⇘সংবাদদাতা: জাকারিয়া জাহাঙ্গির
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।