![Gender sensitive road safety workplaces workshop in Tangail টাঙ্গাইলে জেন্ডার সংবেদনশীল সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা কর্মশালা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguM_1Ktm7t9XzQDsu5ZBtRBUE1HtIHXrMLEfwGZyXEE6wITaSJQlqJIv9ebfpzRRIxWDayUqq018hH3UKVpaAX8KhQpd8YPhRj8WoePmF5U4gYC2XbcBZDkkY4b30nzgQ8xgXUz4O0TTc/s1600-rw/gender-meetting.jpg)
সেবা ডেস্ক: সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জেন্ডার সংবেদনশীল সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এতে চালক, যাত্রী, পথচারী ও ট্রাফিক সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চোখে ঘুম, ওভারলোড, ওভারটেকিং ও বেপোয়ারা গতিতে গাড়ি চালানো যাবে না। রাস্তায় ট্রাফিক আইন ও সংকেত মেনে চলতে হবে। এ ছাড়া যানবাহন চালানোর সময় মাদকদ্রব্য বা মাদকসেবন অবস্থায় যদি কোনো শ্রমিক গাড়ি চালান তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।
এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ব্র্যাকের প্রতিনিধি, পরিবহন সংঘঠনের নেতৃবৃন্দ ও পরিবহন মালিকগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
কর্মশালায় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এতে চালক, যাত্রী, পথচারী ও ট্রাফিক সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চোখে ঘুম, ওভারলোড, ওভারটেকিং ও বেপোয়ারা গতিতে গাড়ি চালানো যাবে না। রাস্তায় ট্রাফিক আইন ও সংকেত মেনে চলতে হবে। এ ছাড়া যানবাহন চালানোর সময় মাদকদ্রব্য বা মাদকসেবন অবস্থায় যদি কোনো শ্রমিক গাড়ি চালান তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।
এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ব্র্যাকের প্রতিনিধি, পরিবহন সংঘঠনের নেতৃবৃন্দ ও পরিবহন মালিকগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।