![Evacuation of illegal structures from Khas land in Dalduar দেলদুয়ারে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghjvjdKAgAeH05hI8vGs7l2BCeJW-qDxIaxgxkBRXpch1sXNHomGqN61xz2HymjbUjXWPJFr6a4ZD3IBr6J-WNH5rwidPJqMCfWIGriFp_ggtiX0I6OA8Wf9MPLSSGpP72Knhtw_mXzWo/s1600-rw/delduar-upazila.jpg)
বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বেংরাইল বাজার সংলগ্ন ১৩ শতক সরকারী খাস জমি হতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের সময় দেউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মাজহারুল ইসলাম ও সার্ভেয়ার মো: জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) সুফল চন্দ্র গোলধর জানান, সরকারি খাস জমির উপরে অবৈধ স্থাপনার খবর পেয়ে আমি আমার লোকজন নিয়ে তা উদ্ধার করি। সরকারি খাস জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।
যেকোনো অন্যায় অনিয়মের খবর আমাকে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।
তিনি উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করায় স্থানীয় জনগণকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
তিনি উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করায় স্থানীয় জনগণকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।