জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ১৭ নভেম্বর বিকেলে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট-ইউএনও তামিম আল ইয়ামীন মোবাইল কোর্ট পরিচালনা করে জালালপুর শেখ ব্রিক্সের নির্মিত ইট ধ্বংশ করা হয়।
ফায়ার সার্ভিসের একটি দলসহ পুলিশ প্রশাসন অভিযানটি পরিচালনা করেন। উল্লেখ্য, উপজেলার আইন অমান্য করে ২৪টি ইটভাটা নির্মিত হয়। এদের মধ্যে দু’টি ইটভাটা বন্ধের পদক্ষেপ নেয়া হলেও বাকিগুলোর বিষয়ে প্রশাসনকে কোন ভূমিকা রাখতে দেখা যায় নি। দু’টি ইটভাটা বন্ধের পদক্ষেপকে জনগণ স্বাগত জানালেও বাকি ইটভাটাগুলোর বিরুদ্ধে একই আইন প্রয়োগেরও আশাবাদ ব্যাক্ত করেছে।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।