![Election of Lohagara Press Club is complete লোহাগাড়া প্রেসক্লাব'র নির্বাচন সম্পন্ন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw0optN5d5IQVL-VQGmeFPzubiWHAIL3VtLH7vEKTZfvaDEPc_lShxdilymIQ9ADr666Cqjy6gl4275oR6DuhsubkQ8staGu_3hw_019f_wPutbO-RLk-GW-5TcJuM6oAuuM8eaQyOU9A/s1600-rw/Lohagora.jpg)
ওয়াসিম হায়দার: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রেসক্লাব'র নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৭ নভেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা কনফারেন্স হলে এ ভোটগ্রহণ কার্যক্রম চলে। ২১ জন প্রেসক্লাব সদস্যের প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপালন করেন দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এমএম অাহমদ মনির। অধ্যাপক অাব্দুল খালেক প্রিসাইডিং এবং মাষ্টার সুনীল কুমার বিএসসি সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এতে ২১ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে নুরুল ইসলাম ( দৈনিক সুপ্রভাত বাংলাদেশ) সভাপতি এবং ১২ ভোট পেয়ে অাবুল কালাম অাজাদ ( দৈনিক পূর্বদেশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।