![District Information Office discussion meeting to achieve the success সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনায় জেলা তথ্য অফিসের আলোচনা সভা](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtfYLXk07tcPXokEwqPaIAdSIjFAhEo2OxwjClYQipwJcTwmxIs_tcsAK1_IVS0McNb1vczl9iDl9QSDULAGfweVeuDP4krlaICzmHmytD4tlzxfA9MKpbdIAgnJDLOtrT9mHohMwiylA/s1600-rw/islampur-dulal.jpg)
বকশীগঞ্জ প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে সরকারের সাফল্য,অর্জন ও উনয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কাজের আওতায় জেলা তথ্য অফিসের প্রচারনায় প্রত্যন্ত অঞ্চলের সফলতা এনে দিয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড,জঙ্গীবাদ দমন,মাদক নিয়ন্ত্রন এ সবগুলো যেমন সমাজকে কুড়ে খেত ঠিক তখনই সরকার এসব দমনের উদ্যোগকে তৃণমূল পর্যায়ের সাধারন মানুষ স্বাগত জানিয়েছে। জঙ্গীবাদ এবং মাদক নিয়ন্ত্রনে ধংসের হাত থেকে ওঠতি বয়সের যুব সমাজকে রক্ষা পাচ্ছে।
সরকারের বিভিন্ন উন্নয়নের ফলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে । জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দেশের বাজেট বৃদ্ধি পেয়েছে । সরকার এখন বিদেশীদের সহায়তা করে । বাংলাদেশ বর্তমানে খাদ্য উদ্বৃত্তের দেশ। উন্নয়নের এই ধারা রক্ষার জন্য আগামীতে এই সরকারকে আবার দেশ পরিচালনার সুযোগ দেওয়া দরকার বলে প্রচারনা চালানো তৃণমূলের সাধারন মানুষের সাড়া পাওয়া গেছে। উন্নয়নকে তারা সাধুবাদ জানিয়ে চলমান উন্নয়নে একমত পোষন করেছে।
এ ছাড়াও জামালপুরের ইসলামপুরে এমপি ফরিদুল হক খানের ঐক্লান্তিক প্রচেষ্টায় শেখ হাসিনা হেলথ টেকনোলজি নির্মান,২০৪কোটি টাকা ব্যায়ে জনস্বার্থে দুটি ব্রীজ,কালভার্ট,ড্রেনেজ ব্যবস্থা.যমুনা ব্রহ্মপুত্র নদী শাসন,বেকার সমস্যায় ন্যাশনাল সার্ভিস,বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রদান,স্বাস্থ্য কমপ্লেক্স ৩০শয্যা থেকে ৫০শয্যা উন্নতি করন,সোলার প্যানেল প্রদান,পূর্বাঞ্চলের সড়ক ব্যবস্থা সহ চলমান বিভিন্ন উন্নয়ন কাজে ইসলামপুর সুধীজনরা বর্তমান সরকারকে স্বাগত জানিয়েছে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।