![Dhanbari Dhopakhali Union distributed VGD rice among the poor ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নে দরিদ্রদের মাঝে ভিজিডি চাল বিতরণ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlXLEtzJ36uyd1fdUZfGGWuZqoEifKcU9xj6KL93vurjyW5ryeMpiyTn53CTh0j1SLoRXv9qfLmxG1mxWMtDAtM9uPW3k9wxBe76W3XYkek6JQQe_mucPmt5XO9owxYziqlgkNddxkXU4/s1600-rw/vgf-rice.jpg)
আমিনুল ইসলাম: বর্তমান সরকার খাদ্যবান্ধব সরকার এই শ্লোগানে আজ ১৪ নভেম্বর বুধবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ৩২৩ জন দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন। এ সময় ধনবাড়ী উপজেলা সমবায় অফিসার ও ধোপাখালী ইউনিয়নের ট্যাগ অফিসার রফিকুল ইসলাম, ইউপি সচিব জহুরা খাতুন, ৩ নং ওয়ার্ডেও ইউপি সদস্য রোকনুজ্জামান সহ সকল ইউপি সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: আমিনুল ইসলাম
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন। এ সময় ধনবাড়ী উপজেলা সমবায় অফিসার ও ধোপাখালী ইউনিয়নের ট্যাগ অফিসার রফিকুল ইসলাম, ইউপি সচিব জহুরা খাতুন, ৩ নং ওয়ার্ডেও ইউপি সদস্য রোকনুজ্জামান সহ সকল ইউপি সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: আমিনুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।