শেখ হাসিনার মুক্তি দাবি করায় নির্যাতনের শিকার হন বাদশা

S M Ashraful Azom
0
শেখ হাসিনার মুক্তি দাবি করায় নির্যাতনের শিকার হন বাদশা
মিঠু আহমেদ, জামালপুর: ওয়ান ইলেভেনে কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি দাবি করে বিক্ষোভ মিছিল সমাবেশ করার অপরাধে দীঘদিন কারাভোগ ও নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন তৎকালীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা। সাবেক তুখোর ছাত্রনেতা বাদশা বর্তমানে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জন বান্ধন নেতা। তিনি আসন্ন সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসন থেকে এবার দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে শেখ হাসিনাকে কারাবন্দির প্রতিবাদে ও তার মুক্তি দাবিতে তারাকান্দিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মিছিল সমাবেশের নেতৃত্ব দেন তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা। সরকারিভাবে মিটিং-মিছিল সমাবেশ বন্ধ থাকলেও তিনি ওইসবের তোয়াক্কা না করে শেখ হাসিনার অবিলম্বে মুক্তির দাবি জানান। অন্যথায় সরিষাবাড়ি অচল করে দেবার ঘোষণা দেন। শেখ হাসিনার মুক্তির দাবিতে আল্টিমেটাম ও মিছিল সমাবেশ করায় ছানোয়ার হোসেন বাদশার নামে রাস্ট্রদ্রোহসহ একাধিক মিথ্যা মামলা দিয়ে ২০০৭ সালের ১১ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। এক বছর কারাগারে আটক থাকা ছাড়াও ত্যাগী এই নেতার উপর উপর চালানো হয় নানমুখী নির্যাতন। বন্ধ করে দেয়া হয় আওয়ামী লীগের মুখপত্র হিসেবে পরিচিত তার সম্পাদিত দৈনিক ও সাপ্তাহিত দুটি পত্রিকা। আর্থিকভাবে ধংস করার লক্ষ্যে তার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্যাতন ও হয়রানীর শিকার বাদশা একবছর পর অসুস্থ অবস্থায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সভাপতি দিয়ে বাদশার রাজনৈতিক জীবন শুরু হয়। এর পর তিনি ইউনিয়ন ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, জেলা ছাত্রলীগের সভাপতি ছাড়াও সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘ ২২ বছর। বর্তমানে তিনি সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি। ৪৩ বছরের রাজনৈতিক জীবনে ছানোয়ার হোসেন বাদশা ১১ বার মিথ্যা মামলায় কারাভোগ করেন। জীবনের শেষ প্রান্থে এসে নির্যাতিত এই নেতা জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন দাখিল করেছেন। নৌকা প্রতীক পেলে তার বিজয় নিশ্চিত বলেও মনে করেন আওয়ামী লীগের নেতা-কর্মী সমর্থক ছাড়াও সাধারণ ভোটাররা।

সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে ত্যাগী এই নেতা জনমতে শীর্ষে অবস্থান করছেন বলেও জানান দলের নির্বাচনী পর্যক্ষেকরা ছানোয়ার হোসেন বাদশা জানান সরিষাবাড়ি উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের কমিটি করেছেন আরও এক বছর আগে। দীর্ঘদিন ধরে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড। তিনি বলেন, নেত্রী তার কর্মকান্ড সম্পর্কে অবগত। তাই এবার তিনি মনোনয়নের জন্য খুবই আশাবাদী। মনোনয়ন পেলে নেত্রীকে তিনি এ আসনটি উপহার দেবেন।
⇘সংবাদদাতা: মিঠু আহমেদ
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top