রৌমারীতে নদী পারাপারে নৌকা ভাড়া কমানোর দাবীতে স্বারকলিপি প্রদান

S M Ashraful Azom
0
রৌমারীতে নদী পারাপারে নৌকা ভাড়া কমানোর দাবীতে স্বারকলিপি প্রদান
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা থেকে বিচ্ছিন্ন উপজেলা রৌমারী ও রাজীবপুর হতে প্রতিদিন জেলায় দাপ্তরিক কাজসহ কোট-কাচারী ব্যবসা বানিজ্য ও মুমুর্ষ রোগীদের চিকিৎসার জন্য ব্রম্মপুত্র নদী জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হয়। নৌকাঘাট ইজারাদারদের অসদাচারণ ও অতিরিক্ত নৌকা ভাড়া আদায় করায় যাত্রীগণ অতিষ্ট। এরই প্রতিবাদে বুধবার সকাল ১০টার দিকে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন, গণকমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা খ.ম শামসুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক ডা.শাহ মোমেন, গণকমিটির অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মো.আজিজুর রহমান, এসএম এ মতিন, প্রভাষক মো.আতিকুর রহমান সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান মিনু, মো. জিয়াউর রহমান জিয়া, মো.রোকনুজ্জামান রিপন, মো. আব্দুর রউফ মিয়া ও মো.তাহেরুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য যে, দরিদ্রতম এই দুই উপজেলাবাসিকে জীবনের ঝুকি নিয়ে উত্তাল ব্রম্মপুত্র পার হয়ে সার্বক্ষণিক আসা যাওয়া করতে হয়। তেল মবিলের দাম গত দুই বছর ধরে বৃদ্ধি পায়নি, উল্টো কমেছে। অথচ নৌকা ভাড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত দুই মাস থেকে চিলমারী টু রৌমারী ও রাজীবপুর রুটে যাত্রী প্রতি ২০ টাকা করে ভাড়া বৃদ্ধি করে “মরার উপর খরার ঘাঁ’ চাপিয়ে দেওয়া হয়েছে। যৌক্তিক ভাড়া চল্লিশ টাকা উপরে হওয়ার কারন নেই। উপরোক্ত সমস্যার আলোকে সমাধানের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের নিকট রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রৌমারৗ ও কুড়িগ্রাম জেলা শাখার নিচের দাবীগুলো বাস্তবায়নের জন্য স্বারকলিপি প্রদান করা হয়েছে। রৌমারী ও রাজীবপুর কর্তিমারী টু চিলমারী ফকিরের হাটসহ কুড়িগ্রাম জেলায় অবস্থিত সকল নৌ-ঘাটে যাত্রী ভাড়া এবং মোটরসাইকেল ভাড়া ৭০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা, এ দুই উপজেলায় প্রসূতি ও মুমুর্ষ রোগীদের জীবন রক্ষায় দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ব্রম্মপুত্র নদ পারাপারে নৌ-এ্যাম্বলেন্স সার্ভিস চালু করা, যাত্রী সংখ্যা সুনিদিষ্ট করতে হবে (৬০) জন, এবং নৌকা একঘন্টা পরপর ছাড়তে হবে যাতে কোন ঝুকি না থাকে, যাত্রী সেবার স্বার্থে বর্ণিত ঘাট গুলিতে টয়লেট, নৌকায় উঠা নামার জন্য ঝুকিহীন সিড়ি বা মই, যাত্রী সুরক্ষায় লাইফ জ্যাকেট ও মজবুত নৌকাসহ দক্ষ মাঝিমাল্লা দ্বারা পরিচালনার ব্যবস্থা করতে হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top