সরিষাবাড়ীতে প্রশাসনের নিকট পূণঃ বাসনের দাবী ভূমিহীনদের

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে প্রশাসনের নিকট পূণঃ বাসনের দাবী ভূমিহীনদের
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে পূণঃ বাসনের দাবীতে অর্ধ শতাধিক নিঃস্ব ভূমিহীনরা নিজ নামে জমি ও আবাসন চেয়ে পূনঃ বাসনের দাবী তুলেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার,অনাণ্য প্রশাসন সহ সরিষাবাড়ী প্রেস ক্লাবের নিকট মহন লাল চৌহান,বিজয় রবি দাস,ইউসুফ প্রমুখ আবেদন করেছেন।

আবেদনকারী ভূমিহীন শ্রমিক সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী পৌরসভার প্রান কেন্দ্রে আরামনগর বাজারস্ত ধানাটা মৌজায় বাংলাদেশ জুট কর্পোরেশনের অধীন বিজেএমসি পাট কোম্পানীতে কর্মকরত পৈতৃক সুত্রে কলোনিতে অর্ধ শতাধিক রবি দাস ও শ্রমিক পরিবার বসবাস করে আসছে।ইংরেজ শাষনামলের পূর্ব থেকে পাট কোম্পানীতে কাজ করে পরিবার পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালন সহ জীবন যাপন করছেন তারা।সম্প্রতি ওই পাট কোম্পানীটি বিলুপ্ত ঘোষনা করে কে এইচ বি ফাইবারস লিঃ প্রতিষ্ঠানের নিকট সরকার বিক্রি করে দেয়।এ নিয়ে রবি দাস ও শ্রমিক পরিবারের লোকজন উচ্ছেদের আশংকায় হতাশায় পড়েন।এ নিয়ে তৎকালীন ১৪১জামালপুর-(সরিষাবাড়ী)আসনের সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি,উপজেলা নির্বাহী অফিসার,সরিষাবাড়ী থানার ওসি সহ স্থানীয় তেজগাও কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ,রাজনৈতিক ব্যাক্তি ও কে এইচ বি ফাইবারস লিঃ এর পরিচালক দলিল উদ্দিনের সাথে এক সমঝোতা বৈঠক করা হয়। বৈঠকের সিদ্ধান্তে রবি দাস ও শ্রমিক পরিবারের লোকজন কে নির্বিঘেœ বসবাস করার মৌখিক আশ্বাষ প্রদান সহ উচ্ছেদ করা হবে না বলে সিদ্ধান্ত হয়।ওই আশ্বাষ উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল কিছু দিন যাবৎ রবি দাস ও শ্রমিক পরিবারের লোকজন কে উচ্ছেদের হুমকি দিয়ে আতংক গ্রস্থ করছে বলে নিস্বঃ ভূমিহীন মহন লাল চৌহান,বিজয় রবি দাস,ইউসুফ,ইসরফ জাহান গেদু প্রমুথ নিশ্চিত করেন।

এ ব্যাপারে বাংলাদেশ রবি দাস উন্নয়ন পরিষদ(বিআরডিসি)সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি খোকন রবি দাস,সাধারন সম্পাদক বিজয় রবি দাস বলেন,ইংরেজ শাষনামলের পূর্ব থেকে পাট কোম্পানী’র শ্রমিক হিসেবে রবি দাস ও শ্রমিক পরিবার বসবাস করছে।ওই কলোনীতে বসবাসকারীদের নামে জমি ও আবাসন বরাদ্ধ করে পূনঃ বাসনের দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।

বাংলাদেশ রবি দাস উন্নয়ন পরিষদ(বিআরডিসি)জামালপুর জেলা শাখার আহবায়ক মিলন রবি দাস বলেন,বিজেসি কলোনীতে বসবাসকারীদের পূনঃ বাসন ছাড়া কেউ উচ্ছেদ করতে গেলে তা প্রতিহত করা হবে। আমরা প্রশাসনের কাছে আগে পূনঃ বাসন চাই।

এ ব্যাপারে কে এইচ বি ফাইবারস লিঃ এর ব্যাবস্থাপক আতিকুর রহমান অতিক বলেন, কোম্পানীর ক্রয়কৃত জমি উদ্ধার করতে রবি দাস পরিবারের জন্য প্রায় ২৫/৩০ লক্ষ টাকা ব্যায়ে নগদা এলাকা নামক জমি ক্রয় সহ বসবাসের উপযোগী সব কিছু করা হলেও তারা কোম্পানীর জায়গা ছাড়তে চাচ্ছেন না।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কে মুঠোফোনে কল দিলে তিনি রিসিপ না করায় বক্তব্য নেয়া যায়নি।

⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top