![Completed the workshop of Jamalpur TV journalists জামালপুর টিভি সাংবাদিকদের কর্মশালা সম্পন্ন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDf9AfLICu5SEPr02pF5sQb98b2TOE3ltpMcMZadLylnwUM0uhyh-8p1kMc2xa-lpQZxuzHF_YwjIGyKs1TLhW9jNHReWz9EdXydWdMrUPYt1lZDufbZvXlJOW5LfTm5MBOO57qIpGLw4/s1600-rw/jamalpur-tv.jpg)
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরে নারী ও শিশু উন্নয়ন শীর্ষক তিন দিনের টিভি রিপোর্টিং-ক্যামেরা পরিচালনা প্রশিক্ষণ কর্মশালা ১৮ নভেম্বর সম্পন্ন হয়। জাতীয় গণমাধ্যম ইন্সস্টিটিউট এর আয়োজন করে।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন-গণমাধ্যম ইন্সস্টিটিউটের পরিচালক মো: নজরুল ইসলাম ও মঞ্জুরুল আলম। কর্মমালা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
৩০ জন টিভি চ্যানেলের সাংবাদিক কর্মশালায় অংশ গ্রহন করেন। এদের মধ্যে বিটিভির মোস্তফা বাবুল, এনটিভিবির শফিক জামান লেবু, বৈশাখী টিভির তুহিন, বাংলা ভিশনের জাহিদ হাবিব, ডিবিসির শুভ্রমেহেদী, চ্যানেল ২৪ এর আনোয়ার হোসেন মিন্টু, চ্যানেল আইয়ের হাফিজ রায়হান সাদা প্রমুখ।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
৩০ জন টিভি চ্যানেলের সাংবাদিক কর্মশালায় অংশ গ্রহন করেন। এদের মধ্যে বিটিভির মোস্তফা বাবুল, এনটিভিবির শফিক জামান লেবু, বৈশাখী টিভির তুহিন, বাংলা ভিশনের জাহিদ হাবিব, ডিবিসির শুভ্রমেহেদী, চ্যানেল ২৪ এর আনোয়ার হোসেন মিন্টু, চ্যানেল আইয়ের হাফিজ রায়হান সাদা প্রমুখ।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।