![Community policing rally organized in Satkania সাতকানিয়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEighHDP7OgB3c5-gjI4D5v17eOXb95M-_I_KFrqmflVzr9e47pEUniVzFhtCe71QSVqH_BIzFnfLUuWVLu9SfL5a0uMyXWE7UvkeiZ1jGUo8lDFIKRGdPGAAiLGazJLx0B617HVEZUOxYQ/s1600-rw/FB_IMG_1542216380255.jpg)
ওয়াসিম হায়দার: চরতী, দুরদুরী বাংলা বাজার সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল প্রকার নাশকতা ও অরাজকতা প্রতিরোধের জন্য সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন জনাব মোঃ হাসানুজ্জামান মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল, বিশেষ অতিথি হিসেবে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হোসেন ও চরতী ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের আহবায়ক, সদস্য সচিব ও সদস্যগন উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি তার বক্তব্যে হুশিয়ার করেন যে, জঙ্গী ও নাশকতা কঠোর হস্তে দমন করা হবে। তিনি এব্যপারে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সহায়তা কামনা করেন। একই সাথে তিনি থানা এলাকার সকল প্রকার জঙ্গি,নাশকতা ও অরাজকতা প্রতিরোধের জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।