সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় নাহার ফার্মাসিউটিক্যালস কোম্পানির জেলা এরিয়া ম্যানেজার আবদুল লতিফ(৪৫)। আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সখীপুর-ঢাকা সড়কের তক্তারচালা আম বাগান নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবদুল লতিফ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চৌবিলা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আবদুল লতিফ বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলযোগে সখীপুরের বাসা থেকে উপজেলার তক্তারচালা বাজারে যাওয়ার পথে সখীপুর-ঢাকা-গোড়াই সড়কের তক্তারচালা আম বাগান নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি। আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আবদুল লতিফ বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলযোগে সখীপুরের বাসা থেকে উপজেলার তক্তারচালা বাজারে যাওয়ার পথে সখীপুর-ঢাকা-গোড়াই সড়কের তক্তারচালা আম বাগান নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি। আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।