![Anti-terrorism and anti-chaired procession of BNP Jamaat procession বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsaDgJOHVv_aEjk7942eRCdhxdKxyf0pYPUWmhrKxxEHbwSMynH08fVZ-qX01AEKovv9kbxO-GseM5teKZeRgpCbmDM0xGXDQtzsZq6UfZ97r_0Rhsp1JDWpUZJRAZ4CCnPRlsYLvFySQ/s1600-rw/bikkhob-misil.jpg)
জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ নান্দিনা শেখ আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক আয়োজিত বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় ছাত্রলীগের কর্ম সুচী অনুযায়ী আজ ১৭ নভেম্বর শনিবার সকালে এই মিছিলের আয়োজন করে নান্দিনা শেখ আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।
গত ১৫ নভেম্বর রাজধানির নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাড়াটে অগ্নি-সন্ত্রাসীরা সম্পূর্ণ বিনা উস্কানিতে দায়িত্বরত পুলিশের উপর নির্লজ্জ হামলা চালায়। উক্ত হামলায় আহত হন প্রায় ১৫ পুলিশ সদস্যসহ একাধিক সাধারণ পথচারী ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
গত ১৫ নভেম্বর রাজধানির নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাড়াটে অগ্নি-সন্ত্রাসীরা সম্পূর্ণ বিনা উস্কানিতে দায়িত্বরত পুলিশের উপর নির্লজ্জ হামলা চালায়। উক্ত হামলায় আহত হন প্রায় ১৫ পুলিশ সদস্যসহ একাধিক সাধারণ পথচারী ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।