![Aman paddy cut started in Bakshiganj বকশীগঞ্জে আমন ধান কাটা শুরু](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQX9r2_QIXmO50Vq5ma2hKuiqZS8n1DyjDbh_0TiYU2nP7LSUhiovxFsJlanrrv9VtJvinvxTmrD1ZYYqvsg-pdqCGW-zcNGnpgg75zc4ufU_oYNRP7Qf479fJ1mdgFu6wA9S_aRZqtdg/s1600-rw/Amon-Dhaan.jpg)
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে। এ বছর আমন ধানের ফলন খুব ভাল হওয়ায় চরের কৃষকের চোখে মুখে আনন্দ হাসি ফুটেছে। কারন সরকারের পৃষ্ঠপোষকাতায় কৃষি প্রনোদনা আর কৃষি অফিসের পরামর্শ নিয়ে এ অঞ্চলের কৃষকেরা চাষাবাদ করায় বাম্পার ফলন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বকশীগঞ্জ উপজেলার মেরুরচর, রবিয়ার চর, খেওয়ার চর, মালিরচর, নিলাক্ষিয়া সেকেরচর, সাধুরপাড়ার বিস্তীর্ন এলাকায় বিভিন্ন জাতের ধানকাটা শুরু হয়েছে।
স্থানীয় মালেক আলী, সবুর, বিল্লালসহ একাধীক কৃষকরা জানান, প্রকারভেদে বিভিন্ন মাঠে বিঘা প্রতি ৬-১০ মণ হারে ফলন হচ্ছে।
উপজেলার রবিয়ারচর গ্রামের কৃষক আজিমদ্দিন জানান, আমন ধান কৃষকের জন্যে লাভের আবাদ। কেননা এ আবাদে শুধু মাত্র বীজ ছিটিয়ে আসলেই হল। রাসায়নিক সার ও কীটনাশকের খরচ কম থাকায় যে ফলন পাওয়া যায় তাতেই লাভ।
এদিকে এ এলাকার হাট বাজারে নতুন আমন ধান মণ প্রতি ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর আমন ধানের বাম্পার ফলন হচ্ছে। আশা করা যাচ্ছে চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
বকশীগঞ্জ উপজেলার মেরুরচর, রবিয়ার চর, খেওয়ার চর, মালিরচর, নিলাক্ষিয়া সেকেরচর, সাধুরপাড়ার বিস্তীর্ন এলাকায় বিভিন্ন জাতের ধানকাটা শুরু হয়েছে।
স্থানীয় মালেক আলী, সবুর, বিল্লালসহ একাধীক কৃষকরা জানান, প্রকারভেদে বিভিন্ন মাঠে বিঘা প্রতি ৬-১০ মণ হারে ফলন হচ্ছে।
উপজেলার রবিয়ারচর গ্রামের কৃষক আজিমদ্দিন জানান, আমন ধান কৃষকের জন্যে লাভের আবাদ। কেননা এ আবাদে শুধু মাত্র বীজ ছিটিয়ে আসলেই হল। রাসায়নিক সার ও কীটনাশকের খরচ কম থাকায় যে ফলন পাওয়া যায় তাতেই লাভ।
এদিকে এ এলাকার হাট বাজারে নতুন আমন ধান মণ প্রতি ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর আমন ধানের বাম্পার ফলন হচ্ছে। আশা করা যাচ্ছে চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।