মহাজোট না হয় ইসলামিক ফ্রন্ট- হাজীগঞ্জে বিশাল শো-ডাউনে আল্লামা বাহাদুর শাহ

S M Ashraful Azom
0
মহাজোট না হয় ইসলামিক ফ্রন্ট- হাজীগঞ্জে বিশাল শো-ডাউনে আল্লামা বাহাদুর শাহ



রকি চন্দ্র সাহা: চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান এবং মহাজোটের শীর্ষ নেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী শনিবার বিশাল শো-ডাউন করেন। 

শো-ডাউন ইমামে রাব্বানী কমপ্লেক্স থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে বলাখাল বাজার, রামপুর বাজার, জনতা বাজার, চেঙ্গাতলী বাজার ও মুকুন্দসার বাজারে গণসংযোগ করে। এরপর মেনাপুর বাজার হয়ে রাজারগাঁও বাজারে এসে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। 

ওই সময় স্থানীয় ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার নেতা মাও. নাসির ও মো: শরীফ চেয়ার প্রতীক তুলে দেন। সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ বাহাদুর শাহ বলেন, জনতার মিছিলে ন্যায় প্রতিষ্ঠার অঙ্গিকার বাস্তবায়ন হয়েছে। জনগণের চাওয়া সংসদে তুলে ধরাটাই আমার মূল লক্ষ্য। 

মহাজোটের হয়ে নৌকা প্রতীকে অথবা ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকে নির্বাচন করবো। কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য বিনষ্ট করতে কিছু মানুষ ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সাবধান হতে হবে। 

শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে নারী-পুরুষ দলে দলে ভোট দিবে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত তারা পিছিয়ে থাকবে। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাও: মোহাম্মদ আলী নক্সবন্দী, চাঁদপুর জেলা সভাপতি মাও: মফিজুল ইসলাম আল আবেদী, সাংগঠনিক সম্পাদক মাস্টার হেলাল আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: মনজুর আলম পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো: জাকির হোসেন মিয়াজী, সহ-সভাপতি এড. মুহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী, হাজীগঞ্জ শহর শাখার সভাপতি সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ ফরিদ, চাঁদপুর জেলা সভাপতি মো: বদিউজ্জামান, সাধারণ সম্পাদক হাফেজ শাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি দিদারুল আলম, চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামুল ইসলাম প্রমুখ। জনসংযোগে পাঁচ শতাধিক মটর সাইকেল, শতাধিক পিকআপ ভ্যানে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও রাস্তার দু'পাশে হাজার হাজার জনতা চেয়ার প্রতীকের সমর্থনে মিছিল করে।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top