![300 pieces of Yaba drug dealer arrested in Tangail টাঙ্গাইলে ৩০০পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB092wU5xFzdqGU795lbVQ3SwzVRKocCS4629Blx0CzdFg5RSmz7qnpM2kPjh6SloBZS0SzZQ1SGIcd2yEbnJrOSrFb2_xIHDtiFNmaHcnMx8P1KU_a7-lJw1PTq4JTmAkbJZtm99TNQE/s1600-rw/300-tangail.jpg)
টাঙ্গাইল মডেল থানার সাব-ইন্সেপেক্টর আবুল বাশার মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার এলাকা হতে ৩০০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীকে আজ ১৮ নভেম্বর রবিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।