আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ৮টি আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জেলা শহর আসন টাঙ্গাইল-৫ সদর আসনের বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয়পার্টির মনোনয়নপত্র ক্রেতার সংখ্যা দাঁড়িয়েছে ১৪জন। এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় রয়েছেন স্বতন্ত্র ২ ও জাতীয়পার্টি জেপির প্রার্থী রয়েছেন আরো ১জন। তবে ইতোমধ্যেই বিএনপির ৫জন, আওয়ামীলীগের ৬ ও জাতীয়পার্টির ৩ প্রার্থী স্ব স্ব দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে বিএনপির মনোনয়নপত্র ক্রেতাদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ)মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভিপি ফরহাদ ইকবাল। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও মোহামেডান এবং জাতীয় দলের সাবেক হকি তারকা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ক্রীড়া সম্পাদক বর্তমান মোহামেডানের হকি দলের ম্যানেজার এবং স্থায়ী কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স। আওয়ামীলীগের মনোনয়নপত্র ক্রেতাদের মধ্যে রয়েছেন, এ আসনের বর্তমান এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেন মনোনয়নপত্র কিনেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর আজীবন সহচর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক, মুজিবনগর সরকারের মুখপত্র ‘জয়বাংলা’ পত্রিকার সম্পাদক, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী আবদুল মান্নানের পুত্র আনিসুল মান্নান শাহেদ। যুব সংগঠক হিসেবে পরিচিত শাহেদ মান্নান এরআগেও দু’বার ২০০৮ সালে ও ২০১৪ সালে দলীয় মনোনয়ন ফরম কিনেও দলের টিকেট পাননি। তিনি টাঙ্গাইলে শেখ ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতাদের অন্যতম। ৯০-এর আন্দোলনে ঢাকা কলেজের ছাত্র নেতা হিসেবে অগ্রনী ভূমিকা পালন করেছেন। ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের ভিপি পদপ্রার্থী ছিলেন। বর্তমানে তিনি এ্যালিফ্যান্ট রোডে ইস্টাণী মল্লিকা মার্কেটের মাইলক সমিতির সাধারণ সম্পাদক। টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মেহের নীগার তনময়, কেন্দ্রীয় উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা কমিটির সহ-সম্পাদক জিয়াউল আবেদীন। এছাড়া মনোনয়নপত্র কিনেছেন টাঙ্গাইলের সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম। জাতীয়পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পীরজাদা শফিউল্লাহ আল মুনির। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় রয়েছেন মুরাদ সিদ্দিকী। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর ছোটভাই। ইতিপূর্বে তিনি ২০০১ সালে অষ্টম, ২০০৮ সালে নবম ও ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। সৈয়দ খালেদ মোস্তফাও রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এছাড়াও জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।