জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চিনাডুলী ইউপি সদস্য আলীনুর সর্দারকে শনিবার রাতে আটক করেছে পুলিশ। ওই ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম আলীনুর সর্দারকে নিয়ে ইসলামপুর থানায় আসলে পুলিশ তাকে আটক করে।
ধর্ষিত ওই শিশু ইসলামপুর সদর ইউপির পচাবহলা গ্রামের দরিদ্র কাঠমিস্ত্রীর কন্যা বলে জানা গেছে। সে চিনাডুলী ইউপির দক্ষিণ চিনাডুলী গ্রামে খালার বাড়িতে থাকত।
স্বজনদের অভিযোগ,৩ অক্টোবর বুধবার বিকেলে দক্ষিণ চিনাডুলী গ্রামের খালার বাড়িতে থাকা অবস্থায় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলীনুর সর্দারের আঙিনায় শিশুটি খেলা করছিল। এ সময় বাড়ি খালি পেয়ে আলীনুর সর্দার শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির খালা হাসনা বেগম জানান, শিশুটি ওই দিনই ঘটনা জানালেও প্রভাবশালী ইউপি সদস্য আলীনুর সর্দারের ভয়ে তারা ধর্ষণের ৩ দিনেও মুখ খোলতে সাহস পায়নি। শনিবার রাতে খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে শত শত মানুষ জড়ো হয়। পরে পুলিশ ধর্ষিতা শিশু ও তার মা-বাবাসহ স্বজনদের থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ইউপি সদস্য যদি অপরাধ করে থাকে তাহলে তার বিচার হবে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন- শিশুর মা বাবা ও অভিযুক্ত ইউপি সদস্য আলীনুর সর্দারকে মুখোমুখি করে সত্য উদঘাটনের প্রাথমিক চেষ্টা করা হয়েছে। রবিবার অভিযুক্ত ইউপি সদস্যকে জেল হাজতে পাঠানে হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।