বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এক রাতে দুটি বাল্য-বিবাহ বন্ধ করেছে ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। সাধুরপাড়া ও মেরুরচর ইউনিয়নে এই দুটি বাল্য বিয়ে বন্ধ করা হয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় মেরুরচর ইউনিয়নের আইরমারী মরারপাড়া গ্রামের মো. সেলিম মিয়ার নবম শ্রেণিতে পড়–য়া শিশু কন্যা সখিনা আক্তার (১৩) সঙ্গে একই ইউনিয়নের ভাটি খেওয়ারচর গ্রামের ভুন্ডল মিয়ার ছেলে আজিজ মিয়ার বিয়ের তারিখ ধার্য্য হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বাল্য বিবাহটি বন্ধ করে দেন।
অপরদিকে সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামের মনর উদ্দিনের শিশু কন্যা ও ৮ম শ্রেণির শিক্ষার্থী মুসলিমা বেগমের (১২) বিয়ের দিন ধার্য্য হয়।
বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মৌলভী পাড়া গ্রামের আলম মিয়ার ছেলে মনুজ মিয়ার (২০) এর সঙ্গে মুসলিমা বেগমের বিয়ে হওয়ার কথা ছিল।
শনিবার রাত ১১ টার দিকে বিয়ের সব প্রস্ততি সম্পন্ন করা হলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও বাল্যবিবাহ বন্ধ করে দেন ।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাল্যবিবাহ দুটি বন্ধের পর মেয়ের অভিভাবকরা তাদের মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দিতে অঙ্গীকার করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।