ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলবাসীর উন্নত চিকিৎসায় নৌ এম্বুলেন্সের দাবী

S M Ashraful Azom
1
ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলবাসীর উন্নত চিকিৎসায় নৌ এম্বুলেন্সের দাবী

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর: জামালপুরের ইসলামপুর যমুনা নদীর ওপার দূর্গম চরাঞ্চল বাসীর প্রানের দাবী উন্নত চিকিৎসায় যাতায়াতের সুবিধার্থে নৌ এম্বুলেন্স। উন্নত চিকিৎসায় যাতায়াতের দূর্ভোগ থেকে লাঘব হতেই উন্নয়নের মূলমন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত মহিলা এমপি মাহজাবিন খালেদ এর নিকট এই দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দূর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে জানাযায়, এই অঞ্চলের মানুষের চিকিৎসায় ঝার ফুঁ একমাত্র ভরসা। কমিউনিটি ক্লিনিক থাকলেও প্রাথমিক চিকিৎসার বাইরে কিছু নেই। তাই উন্নত চিকিৎসার জন্য দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে প্রায় ৪ঘন্টা সময় লেগে যায়। তাই যাতায়াতের এই সেবা পেতে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি জানান,উপজেলা সমন্বয় কমিটি সহ এমপি সাহেবের নিকট বারবার আবেদন করছি।আমরা নৌ এম্বুলেন্সের জন্য উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। দ্রুত জনগনের সুবিধার্থে একটি নৌ এম্বুলেন্সের দাবী জানাচ্ছি।

বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মালেক জানান, দূর্গম চর থেকে আমাদের সদরে যাতায়াতের নৌপথ একমাত্র ভরসা। এদিকে নৌকাগুলো সময় বেধে চলাচল করে থাকে। একজন মানুষ অসুস্থ্য হলে চিকিৎসার জন্য অনেক বিড়াম্বনায় পড়তে হয়। নৌ এম্বুলেন্স থাকলে দ্রুত যাতায়াত সহ দূর্গম চরাঞ্চলবাসীর চিকিৎসা ক্ষেত্রে দূর্ভোগ লাঘব হবে। আমরা বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি ফরিদুল হক খানের নিকট জোর দাবী জানাচ্ছি।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

  1. আসলেই ইসলামপুরে বন্যার যে অবস্থা হয়, তাতে সেখানে একটি নৌ-এ্যাম্বুলেন্স দরকার।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top