সেবা ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে ইস্পাতশিল্পে প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বা ৫৩ হাজার ৩৪৯ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)।
এই বিনিয়োগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকেই বছরে উৎপাদিত প্রায় ৫৫ লাখ টন ইস্পাত পণ্য, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হবে। তবে বেজার তথ্য মতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইস্পাতশিল্পের বিনিয়োগ আরো বাড়বে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ এবং শিল্পায়নের বিপ্লব ঘটতে যাচ্ছে। আর মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে মানসম্পন্ন ইস্পাত-শিল্প দেশীয় চাহিদা পূরণ করে রপ্তানি বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, শিল্পায়নের বিকাশ টেকসই উন্নয়নের অন্যতম মূলশর্ত। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ জনবলে পরিণত করতে অর্থনৈতিক অঞ্চলের বিকল্প নেই। এখানে বিনিয়োগের যে বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে তার সর্বোত্তম সেবা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।